প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর সঙ্গে দেখা করতেই আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রধানমন্ত্রীর তরফ থেকে এথনও সাক্ষাতের সময় চূড়ান্ত করা হয়নি। তবে নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই আমেরিকা সফরে যাওয়ার কথা মোদীর। সে কারণেই এখনও মমতার সঙ্গে সাক্ষাতের সময় জানানো হয়নি।
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করতেই রাজধানী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকে একাধিকবার মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নির্বাচনী প্রচারে এসে মমতাকেও আক্রমণ করতে ছাড়েননি মোদী। ভোট পরবর্তী সময়েও মোদী বাহিনীর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ কমাননি তৃণমূলনেত্রী। সম্প্রতি এনআরসি ইস্যুতে বিরোধিতা জানিয়ে সোচ্চার হয়েছেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘আরেকটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করবেন না। বাংলাকে যাঁরা হিংসা করেন, তাঁরা জেনে রাখুন, বাংলা মাথা নত করবে না। আগুন নিয়ে খেলবেন না। আমরা সবাই রয়েছি দেশকে রক্ষা করার জন্য। আরেকবার ভারত ভাগ করতে দেব না।
অন্যদিকে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিজেপিকে বিঁধে মমতা টুইটারে লিখেছেন, আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করি। এই ‘সুপার এমারজেন্সি’-র জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব। আর এই আবহে মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
Be the first to comment