ছুটিতে রাজীব, সিবিআইকে জবাবি চিঠি রাজ্যের

Spread the love

৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার। নবান্নে দেওয়া সিবিআই-এর চিঠির জবাবে রাজ্য একথা জানিয়ে দিলো। প্রথমে সিবিআই-কে চিঠির জবাব দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। এরপর একে একে একে জবাব দিলেন মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সোমবার দিনভর অপেক্ষার পর বিধাননগর কমিশনারেটের দুই অফিসার সিজিও কমপ্লেক্সে যান ৷ তাঁদের হাতে ছিল বেশ কয়েকটি ফাইল ৷ সূত্রের খবর, সিবিআই যেভাবে অফিসার পাঠিয়ে নবান্নে চিঠি দিয়ে এসেছে, একই কায়দায় দুই পুলিশ অফিসার পাঠিয়ে প্রশাসনের তরফে ডিজি-এর জবাবি চিঠি দিয়ে আসা হয় ৷ তবে এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি ৷ রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফের দু’টি চিঠি দেওয়া হয়েছিল ৷ তার একটিতে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় ৷ অন্য চিঠিতে রাজীব কুমারকে হাজির করানোর কথা বলা হয় ৷

নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সিবিআই আধিকারিকদের চিঠি দিয়েছেন ৷ ডিজি-এর তরফেও চিঠি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজীব কুমার ছুটিতে রয়েছেন ৷ আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন তা উচ্চতর আধিকারিকদের জানাতে হয় ৷ রাজীব কুমার বর্তমানে সিআইডি (এডিজি)-এর দায়িত্বে রয়েছেন ৷ তিনি ছুটিতে আছেন বলে সিবিআই-কে ইমেলে জানিয়েছেন। তাঁর খোঁজ মিলছে না বলেই দাবি সিবিআই-এর ৷ তাই রাজীব কুমারের উচ্চতর আধিকারিক ডিজিপি, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নবান্নে যান সিবিআই অফিসাররা ৷ রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন সিবিআই অফিসাররা ৷ তবে রবিবার ছুটি থাকায় সিবিআই অফিসারদের চিঠি গ্রহণ করেননি প্রশাসনিক শীর্ষকর্তারা ৷ সোমবার সিবিআই অফিসারদের চিঠি দেওয়ার পর জবাব দিলেন ডিজি বীরেন্দ্র ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*