মাধ্যমিকে মোবাইল রুখতে এবার মেটাল ডিটেক্টর চালুর ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের

Spread the love

পরীক্ষাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে যাওয়া রুখতে নতুন পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷ পরীক্ষা কেন্দ্রে হ্যান্ড হোল্ডিং মেটাল ডিটেক্টর ব্যবহার করা যেতে পারে ৷ যা দিয়ে সার্চ করলেই জানা যাবে, কারও কাছে মেটাল জাতীয় কোনও বস্তু রয়েছে কি না। তবে বিষয়টি এখন আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, সালের মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রই সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায় পরীক্ষা চলাকালীন। আগামী বছর অর্থাৎ ২০২০ সালের পরীক্ষায় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য ভাবনাচিন্তা শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে কীভাবে এই ধরনের ঘটনা রোখা যায়, কী করে আটকানো সম্ভব মোবাইল ফোন? বিষয়গুলি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে ৷

শপিং মল, মেট্রো বা এয়ারপোর্টে মেটাল জাতীয় বস্তু চিহ্নিত করতে এক ধরনের হ্যান্ড হোল্ডিং মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় ৷ এই ধরনের মেটাল ডিটেক্টর পরীক্ষাকেন্দ্রেও ব্যবহার করার ভাবনাচিন্তা করছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সোশাল মিডিয়ায় তা প্রকাশও পেয়েছে পরীক্ষা চলাকালীন। তবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে আসায় নিষেধাজ্ঞা রয়েছে ৷ তবে সেই বিষয় তোয়াক্কা না করেই অনেকেই পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিলো। মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে ফাঁস করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাই এবার মেটাল ডিটেক্টর চালু করে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসার বিষয়টি রুখতে চাওয়া হচ্ছে ৷

যদিও, বিষয়টি এখন আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। পর্ষদ সূত্রে খবর, এখন মেটাল ডিটেক্টরের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে ৷ আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেন, আমাদের আলোচনা চলছে । আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছইনি। প্রসঙ্গত, ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ও শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*