দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

তিনদিনের সফরে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দাবি দাওয়া, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন ইত্যাদি একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের দাবি দাওয়া নিয়েও আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে।

মমতা আরও বলেন, আমি ৩৬৫ দিন আমি কলকাতাতেই থাকি। কোথাও তো যাই না। আর আমি দিল্লি খুব কমই যাই। যেহেতু এখানে একটা দায়িত্ব আছে বলে সারাক্ষণই এখানে পড়ে থাকতে হয়। কিন্তু যেহেতু দিল্লি আমাদের রাজধানী, দিল্লিতে পার্লামেন্ট, দিল্লিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই আছেন তাই কখনও কখনও রাজ্যের কাজে আমাদের দিল্লিতে যেতেই হয়। এটা রুটিন কাজ এবং আমি দীর্ঘদিন দিল্লি যাই নি।

একইসঙ্গে বুধবার সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুনুন এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*