বউবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ী দোকান দেবে কেএমআরসিএল

Spread the love

বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির ব্যবসায়ীদের এবার অস্থায়ী দোকান গড়ে দেবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যেই ওই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ট্রেড লাইসেন্স ভেরিফিকেশন ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও স্থানীয় কাউন্সিলরও থাকতে বলা হয়েছে ভেরিফিকেশনের কাজে। একথা জানিয়েছে কেএমআরসিএল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারের বিপর্যয়ের পর ঘর ছাড়া বহু পরিবার। তাদের আশ্রয় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া হয়েছে আর্থিক ক্ষতিপূরণ। ক্ষতিগ্রস্থ বাড়ি ফের তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু, বিপর্যস্ত বাড়িগুলিতে একাধিক সোনার দোকান সহ স্যাকরার দোকান ছিল। চলতি মাসের শুরু থেকেই যেগুলি একেবারেই বন্ধ পড়ে রয়েছে। ফলে বাড়ছে অনিশ্চয়তা। সেই দিকে লক্ষ্য রেখেই এবার দোকান ঘর বানিয়ে দেওয়ার কথা বলছে কেএমআরসিএল।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের এক আধিকারিকের কথায়, ভেরিফিকেশন ফর্ম দেওয়া হয়েছে ৫০টির মত। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও স্থানীয় কাউন্সিলর, পুলিশ প্রথমে ভেরিফিকেশন করবেন। তারপরই তাদের অস্থায়ী দোকান ব্যবস্যার জন্য় দেওয়া হবে। কিন্তু কোথায় হতে চলেছে অস্থায়ী দোকানের ঠিকানা? সূত্রের খবর, মধ্য কলকাতার লিসা লেন ও বড়বাজারের সুকিয়াস লেনে দেওয়া হতে পারে অস্থায়ী দোকান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*