স্বাধীনতার পরবর্তী সময়ের বাকি থাকা প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করেছি আমরাঃ নরেন্দ্র মোদী

Spread the love

সর্দার বল্লভভাই পটেলের অনুপ্রেরণায় দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর বাকি থাকা কাজগুলি শেষ করাই আমার লক্ষ্য। মঙ্গলবার জন্মদিনের দিন গুজরাটের সর্দার বাঁধ থেকে দেশবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, মঙ্গলবার মোদীর ৬৯তম জন্মবার্ষিকী। গুজরাটের সর্দার বাঁধের কাছে ‘নমামি দেবী নর্মদে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার রাতেই আহমেদাবাদ পৌঁছে যান নমো। মঙ্গলবার ভাষণের শুরুতেই তিনি ৩৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তোলেন। মোদী বলেন, দেশ স্বাধীন হওয়ার সময়ে যে কাজগুলি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু বাকি থেকে গিয়েছে সেই কাজগুলিই শেষ করার চেষ্টা করছি আমরা। দেশ গঠনে সর্দার বল্লভভাই পটেলের ভূমিকা তুলে ধরেন মোদী। তিনি বলেন, সর্দার বল্লভভাই পটেল যদি না থাকতেন তা হলে ভাবুন তো কী হতো! দেশের মানচিত্র কতটা বিক্ষিপ্ত হত, সেই সঙ্গে আজ বহু গুণ বেড়ে যেত সমস্যাও। 

পাশাপাশি এদিন কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন নমো। তিনি বলেন, দেশের পুরোনো সমস্যাগুলি মেটাতে নতুন রাস্তায় চলা হয়েছে। আর এই নতুন রাস্তায় চলার ক্ষেত্রে যে জম্মু-কাশ্মীরের মানুষ তাঁর পাশে দাঁড়াবেন, সে বিষয়েও আত্মবিশ্বাসী মোদী। তিনি বলেন, আমার জ্ম্মু-কাশ্মীর, লাদাখ ও কার্গিলের বন্ধুদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। মোদী আরও বলেন, এক ভারত, শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখেছিলেন সর্দার পটেল। সেই স্বপ্নই আজ সত্যি হতে চলেছে।

এদিন কী বললেন প্রধানমন্ত্রী?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*