খোঁজ নেই কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের। বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও কোনও খোঁজ নেই তাঁর। কার্যত প্রাক্তন নগরপালকে মরিয়া হয়ে খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই অবস্থায় ইতিমধ্যে স্পেশাল টিম তৈরি করেছে সিবিআই। মূলত রাজীব কুমারকে খুঁজে বার করতেই এই স্পেশাল টিম তৈরি করা হয়েছে। দিল্লি থেকে ইতিমধ্যে এই টিম কলকাতায় এসে পৌঁছে গিয়েছে। আর কলকাতায় পৌঁছেই প্রাক্তন নগরপালের খোঁজে তল্লাশিতে বেরিয়ে পড়লো এই স্পেশাল টিম।
জানা গিয়েছে, তল্লাশিতে বের হওয়ার আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রথমে বৈঠক সারেন তদন্তকারী আধিকারিকরা। এরপরেই তিনটি গাড়ির কনভয় রাজীবের খোঁজে বেরিয়ে পড়ে শহরে। কলকাতার বিভিন্ন জায়গায় এই টিম হানা দিতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, রাজীব কুমারের বাসভবনে যেতে পারেন তদন্তকারীরা। কারণ সিবিআই গোপন সূত্রে খবর পাচ্ছে যে সেখানে কার্যত গা ঢাকা দিয়ে রয়েছেন এডিজি সিআইডি।
অন্যদিকে সিবিআই অফিসাররা আসতে পারেন রাজীবের বাসভবনে। এই খবর পাওয়া মাত্রই রাজীব কুমারের বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। মনে করা হচ্ছে, সিবিআই আধিকারিকরা যাতে কোনওভাবেই বাড়ির ভিতরে না ঢুকতে পারেন সেজন্যেই পুলিশ আধিকারিকরা ব্যারিকেড তৈরি করে রেখেছেন বলে জানা গিয়েছে।
এদিকে বুধবারই আলিপুর আদালতের দ্বারস্থ হলেন রাজীব কুমারের আইনজীবী। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে সিবিআই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করলে যাতে একতরফা ভাবে শুনানি না হয়, সেই আর্জি জানিয়েই আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীবের আইনজীবী। আদালত জানায় রাজীব কুমারের বক্তব্য না শুনে সিবিআই-এর জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির আর্জির মামলা শোনা হবেনা।
সিবিআইকে একতরফা সুযোগ দিতে না চেয়ে বুধবার আলিপুর আদালতের দ্বারস্থ হন রাজীবের আইনজীবীরা। তাঁদের আবেদন ছিল, যদি সিবিআই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আর্জি জানায়, তবে যেন তাঁকেও কিছু বলতে দেওয়া হয়। অর্থাত্ দুপক্ষের কথা শুনেই যেন নির্দেশ দেয় আদালত। এদিন বিচারক সেই আর্জি মেনে নেন।
Be the first to comment