বুধবারও শুনানি সম্ভব হল না ৷ আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি হল না আজ। বারাসত জেলা আদালত থেকে কেস ডায়েরি আসতে ২৪ ঘন্টা সময় লেগে যায়। আর সেই সূত্রেই আগামীকালের আগে ওই মামলার শুনানি সম্ভব নয়। তবে আলিপুর আদালতে জামিনের আবেদনে কিছুটা স্বস্তি পেলেন রাজীব কুমার।
সিবিআই যদি গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত কোনও মামলার শুনানি চায়, তবে শোনা হবে রাজীবের কথাও। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়ে দিলো আলিপুর আদালত। রাজীব কুমারের আইনজীবীরা জানাচ্ছেন তেমন কথাই।
এদিকে, বুধবার রাজীব কুমারের আপ্তসহায়ককে দেখা যায় পার্ক স্ট্রিটের ফ্ল্যাটে যেতে। ওই অফিসার সিআইডিতে কর্মরত। আইপিএস কোয়ার্টার থেকে আসার সময় হাতে ছিল ফাইল। আর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। তবে কি ওই ফ্ল্যাটেই রয়েছেন রাজীব কুমার? তিনি আপ্তসহায়কের মাধ্যমে প্রয়োজনীয় কাগজ পৌঁছে দিচ্ছেন? যদিও এই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি।
CBI সূত্রে খবর, ইতিমধ্যেই CGO কমপ্লেক্সে পৌঁছেছে 5 জনের একটি বিশেষ দল । ওই দলে রয়েছেন দুজন পুলিশ সুপার পদমর্যাদার অফিসার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার । ওই দলের সদস্যদের হাইপ্রোফাইল মামলায় বিশেষ কর্মদক্ষতা রয়েছে বলে CBI সূত্রে খবর । দলের বেশিরভাগ সদস্যই উত্তরপ্রদেশে কর্মরত ছিলেন । এই দলটিকে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করা হবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েই ৷
Be the first to comment