ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্র

Spread the love

ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় ক্যাবিনেট বুধবারই এই সংক্রান্ত অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে। এর ফলে এখন থেকে ই-সিগারেট তৈরি, মজুত, বিক্রি, আমদানি কোনটাই আর করা যাবে না। আজ একথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ই-সিগারেটের ক্ষেত্রে শারীরিক ঝুঁকি থেকে যায়। সেই কারণেই তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারমন বলেন, আপাতত অর্ডিন্যান্স আকারে ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা হলেও পরের অধিবেশনেই তা আইনে পরিণত হবে। নতুন প্রজন্মের কাছে ই-সিগারেট স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। যা তাদের শরীরের পক্ষে মোটেই ভাল নয়। ই-সিগারেট ভারতে তৈরি হয় না। এই পদক্ষেপের পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ। নমোর আর্জিতেই মন্ত্রীগোষ্ঠী ই-সিগারেট অর্ডিন্যান্স খসড়াটি খতিয়ে দেখেন। অর্ডিন্যান্সে ই-সিগারেট ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রয়েছে।

প্রথমবার নিয়মভঙ্গকারীদের এক বছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত শাস্তির উল্লেখ আছে। একাধিকবার নিয়ম ভাঙলে শাস্তির মেয়াদ বাড়বে। এক্ষেত্রে, কারাবাস বেড়ে হবে তিন বছর ও আর্থিক জরিমানার পরিমান হবে ৫ লক্ষ টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলের তরফে গত ফেব্রুয়ারিতে প্রত্যেকটি রাজ্য়ের ড্রাগ কন্ট্রোলারকে আর্জি জানানো হয় ই-সিগারেট নিষিদ্ধ করার জন্য। ই-সিগারেটের বিক্রি, অনলাইন বিক্রি, ই-সিগারেট তৈরি, সরবারহ, ব্যবসা আমদানি কঠোর হাতে বন্ধ হওয়া প্রযোজন বলে জানায় তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*