পাকিস্তান বুঝিয়ে দিল, এখনও তারা নিজেদের অবস্থানে অনড় ৷ ভারতের অনুরোধ ফিরিয়ে স্পষ্ট জানিয়ে দিলো, নরেন্দ্র মোদীর বিমান পাকিস্তানের আকাশে যেতে দেবে না তারা ৷ উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই নিজেদের আস্ফালন বজায় রেখেছে পাকিস্তান ৷ রাষ্ট্রসংঘ সহ আন্তর্জাতিক স্তরের সর্বত্র তাদের আচরণের কারণে তীব্র নিন্দার মুখেও পড়েছে ইসলামাবাদ ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান পাকিস্তানের আকাশসীমায় ওড়ার সবুজ সংকেত পেলো না দিল্লি ৷
উল্লেখ্য, শনিবার অ্যামেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সফর চলার কথা ৷ সেই সূত্রেই প্রধানমন্ত্রীর বিমান পাকিস্তানের আকাশে ওড়ার বিষয়ে দিল্লির তরফে অনুরোধ করা হয়েছিলো ৷ কিন্তু সেই অনুরোধ ফেরাল পাকিস্তান ৷ তারা স্পষ্ট জানিয়ে দিল, পাকিস্তানের আকাশসীমায় নরেন্দ্র মোদীর বিমান যেতে দেবে না তারা ৷ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি জানান, ভারতীয় হাই-কমিশনকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷
কিছুদিন আগেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান নিজেদের আকাশসীমার ওপর দিয়ে উড়তে দেয়নি পাকিস্তান। মোদীর জার্মানি যাওয়ার উড়ানে এবং ফেরার পথে যাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা যায়, তা নিয়ে পাকিস্তানের কাছে অনুরোধ জানিয়েছিল ভারত ৷ কিন্তু তা নাকচ করলো পাকিস্তান ৷ একটি ভিডিয়ো বিবৃতিতে একথা জানান পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি ৷ তিনি বলেন, অধিকৃত কাশ্মীর এবং কাশ্মীরের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে, সেখানকার মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এই অজুহাতেই অনুরোধ ফেরালো ইসলামাবাদ ৷
তবে কূটনৈতিক মহলের মতে, উচ্চ-পর্যায়ের বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন মোদী ৷ বক্তৃতা দেওয়ার কথা ইমরানেরও ৷ রাষ্ট্রপুঞ্জ এবং একাধিক দেশ মুখ ফিরিয়ে নিলেও জম্মু-কাশ্মীর নিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলের সমর্থনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান । এমনকী, এ নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে তারা। তার মধ্যেই সোমবার দেশবাসীর উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন ইমরান। নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কাশ্মীরে মানবতা লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি । এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারিও দেন । তারপরই এদিন আকাশসীমা ব্যবহারে ‘না’ করে দিলো পাকিস্তান।
Be the first to comment