নিজস্ব প্রতিনিধি,
কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী সম্পাদিত হাওড়া থেকে প্রকাশিত ‘ছোটর দাবি’ পত্রিকা পথ চলা শুরু করেছিল ১৯৯০ সালে। বাংলা সাহিত্য মহলে যথেষ্ট পরিচিতি লাভ করেছে এই পত্রিকা। ছোটর দাবি পত্রিকার বিভিন্ন সংখ্যায় ছড়া-কবিতা-গল্প-প্রবন্ধ ইত্যাদি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, পবিত্র সরকার, প্রণবকুমার মুখোপাধ্যায়, জয় গোস্বামী, প্রমোদ বসু, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, তপন বন্দ্যোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, অপূর্ব দত্ত, ভবানীপ্রসাদ মজুমদার, বীথি চট্টোপাধ্যায়, রতনতনু ঘাটী, চুমকি চট্টোপাধ্যায়, সুজিত সরকার, দীপ মুখোপাধ্যায়, দিলীপকুমার বাগ, চন্দন নাথ, মন্দাক্রান্তা সেন প্রমুখ বিশিষ্ট কবি-সাহিত্যিক। প্রচ্ছদ এবং ভিতরের পাতায় ছবি এঁকেছেন নারায়ণ দেবনাথ, শংকর বসাক, অভী প্রমুখ প্রখ্যাত শিল্পীরা। সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, ফুটবলার অমর গঙ্গোপাধ্যায়ের। বহু কবি-সাহিত্যিকের প্রথম লেখা প্রকাশিত হয়েছে এই পত্রিকায়।
বছরে কখনও দুটো, কখনও একটা সংখ্যা প্রকাশিত হয়েছে। পত্রিকা প্রকাশের পাশাপাশি ছোটর দাবি মুদ্রণ ও প্রকাশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে। বহু বই প্রকাশের পাশাপাশি আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। ছোটোদের পাশাপাশি সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বড়োরাও। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী পুজোয় পরিক্রমার মাধ্যমে পুরস্কার প্রদান করে ছোটর দাবি। ছোটর দাবি অংশগ্রহন করেছে লিটল ম্যাগাজিন মেলা ও বিভিন্ন বইমেলায়।
২০১৯ সালে ৩০ বছর পূর্ণ করল ছোটর দাবি পত্রিকা। সেই উপলক্ষে কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকাল ৫ টায় এক বিশেষ সাহিত্য সন্ধ্যার আয়োজন করেছে এই পত্রিকা। অনুষ্ঠানে প্রকাশিত হবে ছোটর দাবি পত্রিকার শারদ উৎসব সংখ্যা। উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষ। পরিবেশিত হবে ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত প্রভৃতি। হবে আলোচনাও। সঞ্চালনা করবেন ছোটর দাবি-র সহ সম্পাদক অংশুমান চক্রবর্তী।
ছোটর দাবি পত্রিকার ৩০ বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শাঁওলী মিত্র, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, রূপা মজুমদার, জটু লাহিড়ী প্রমুখ বহু বিশিষ্ট মানুষ।
Be the first to comment