ইএম বাইপাসে গুলিবিদ্ধ আবগারি দফতরের গাড়িচালক

Spread the love

বাড়ি ফেরার পথে বাইপাসে গুলিবিদ্ধ এক যুবক ৷ নাম কৌশিক গায়েন ৷ প্রথমে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় পরে SSKM-এ স্থানান্তরিত করা হয় ৷ তিনি সেখানেই চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কৌশিকের বাড়ি বিষ্ণুপুরে ৷ পেশায় আবগারি দফতরের চুক্তিভিত্তিক গাড়িচালক ৷ বুধবার রাতে বাইকে বাড়ি ফিরছিলেন ৷ সেইসময় কয়েকজন দুষ্কৃতী গুলি চালিয়ে চম্পট দেয় ৷ তারাও বাইকে ছিলো বলে জানা গিয়েছে ৷ গুলিবিদ্ধ যুবকের কাকা সুভাষ দলুইও তাঁর সঙ্গে বাইকে ছিলেন ৷ তাঁকেও মারধর করা হয় ৷

সুভাষ বলেন, বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ ছিল ৷ রাত ১০টা ১৫ নাগাদ ইএম বাইপাস দিয়ে বাড়ি ফিরছিলাম ৷ পথে ঝামেলা চলছিল ৷ একজন গাড়ির সামনে এসে পড়ায় আমরা দাঁড়িয়ে যাই ৷ দেখি একজনকে মারধর করা হচ্ছে ৷ ভাইপো এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই ওকে মারধর শুরু করে ৷ আমি নামতে গেলে, আমাকেও মারধর করে ৷ আমাদের কেন মারধর করা হচ্ছে জিজ্ঞেস করতে গিয়ে পিছন থেকে গুলির শব্দ পাই ৷ পিছন ঘুরে দেখি ভাইপো বলছে ওর গুলি লেগেছে ৷ ওরা চারজন ছিল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*