বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় আগেই তলব করেছিলেন উপাচার্যকে ৷ ফোন করেছিলেন মুখ্যসচিবকেও ৷ তারপরই দেরি না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ এর মাঝেই রাজ্যপালের কাছে পৌঁছন বাবুল সুপ্রিয় ৷ ওঠেন তাঁর গাড়িতে ৷ কিন্তু, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বের হতে গেলে গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ ৷ পরে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যায় তাঁদের গাড়ি ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়েছে, এই খবর পেয়েই উপাচার্য সুরঞ্জন দাসকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বাবুল সুপ্রিয়কে আটক করে রাখার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন জেনেও কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল? সে বিষয়ে তদন্তের জন্য রাজ্যপাল উপাচার্যকে নির্দেশ দেন বলে রাজভবন সূত্রে খবর ৷ এদিকে মুখ্যসচিবকেও তিনি ফোন করেন বলে সূত্রের খবর ৷ উপযুক্ত পদক্ষেপ করার কথাও নাকি বলেন ৷
Be the first to comment