যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করলো উচ্চশিক্ষা দফতর

Spread the love

অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় আসবেন একথা জানা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হলো? ব্যাখ্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করলো উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, যাদবপুর কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে তিনি বৃহস্পতিবার একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এমন কী বিশ্ববিদ্যালয়ের কাউকেই ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দফতরকে না জানিয়েই নানা পদক্ষেপ নিয়েছে। এতো বড় ঘটনায় উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা বলেনি বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রারের অফিস থেকে এই অনুমতি দেওয়া হয়। বাবুল সুপ্রিয় আসবেন জেনেও কেন অনুমতি দেওয়া হল? তা নিয়ে রিপোর্ট তলব করলো উচ্চশিক্ষা দফতর ৷ তবে বিভিন্ন মহলের বক্তব্য, বাবুল সুপ্রিয় এলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা ছিল ৷ তাই উচ্চশিক্ষা দফতরের প্রশ্ন এই পরিস্থিতির কথা মাথায় কেন রাখা হয়নি ?

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে ছাত্ররা ৷ কয়েকঘণ্টা আটকে থাকার পর বাবুল সুপ্রিয়কে নিজের গাড়িতে বের করে আনেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় ৷ বাবুলকে হেনস্থার ভিডিয়ো জমা দিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*