যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় এফআইআর দায়ের করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ যাদবপুর থানায় এফআইআর করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থার ভিডিয়োও জমা দিয়েছে তারা ৷ ABVP-এর রাজ্য সহ সভাপতি সুবীর হালদার বলেন, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অনান্য ছাত্র সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে ছাত্ররা ৷ বাবুলের চুল ধরে টানার ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ সেইসময় কেন্দ্রীয় মন্ত্রী ছাত্রদের উদ্দেশে বারবার বলেন, আমার চুলের মুঠি ধরে টানছ ৷ লাথি মারছ ৷ তোমরা গায়ে হাত দিতে পারো না ৷ কয়েকঘণ্টা আটকে থাকার পর বাবুল সুপ্রিয়কে নিজের গাড়িতে বের করে আনেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় ৷
কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থার নিন্দা করে ABVP-এর রাজ্য সহ সভাপতি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি ৷ যাদবপুর থানায় FIR-এর পর সুবীর হালদার আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তাঁকে কিল, চড় মারা হয়েছে । এমন কী তাঁর জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছি। ভিডিয়ো ফুটেজ জমা দিয়েছি।
Be the first to comment