আবারও আইপিএস রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার দুপুরেই সেখানে গিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চার আধিকারিক তাঁর বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে শুধুমাত্র পার্ক স্ট্রিটেই নয়, সিবিআইয়ের একটি টিম গিয়েছে ইবজা রিসর্টেও। দক্ষিণ ২৪ পরগণার ইবিজা রিসর্টে খোঁজ চলছে রাজীব কুমারের। সেখানে গেস্ট লিস্ট ঘেঁটে দেখা হচ্ছে রাজীব কুমার নামে কোনও অতিথি এসেছেন কিনা। এছাড়া একটি টিম রায়চকে পৌঁছে গিয়েছে বলেও জানা যাচ্ছে। মোট ৬টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়াও কলকাতায় পার্ক স্ট্রিটের বাড়ি ছাড়াও শান্তিনিকেতন বিল্ডিং এবং সিদ্ধা অ্যাপার্টেমেন্টেও চলছে তল্লাশি। রাজীব কুমারের ফোন সুইচ অফ করা আছে। তাঁর টাওয়ার লোকেশনও খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করার করার নির্দেশ দেয় আদালত। আলিপুর আদালতের সেই রায়ের ফলে চরম অস্বস্তিতে পড়েন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ পাওয়ার পরেই কার্যত উঠে পড়ে লেগেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। জানা যাচ্ছে, পরবর্তী রণকৌশল ঠিক করতে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠকও সারছেন আধিকারিকরা।
এদিকে গ্রেফতারি এড়াতে রীতিমতো ঘুঁটি সাজাচ্ছেন রাজীব কুমার। শুক্রবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সিবিআইকেও এদিন আগাম জামিনের আবেদনের বিষয়টি উল্লেখ করে নোটিস দিয়েছেন এই দুঁদে আইপিএস। শুক্রবার সকালে সেই নোটিস সিজিও কমপ্লেক্সে নিয়ে যান রাজীবের আইনজীবী। সূত্রের খবর, শনিবার বেলা ১২টায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি।
Be the first to comment