যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর উপর হামলাকারীকে চিহ্নিত করলেন বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবরোধের মুখে পড়েন। বাবুলের অভিযোগ, তাঁর চুল ধরে টানা হয় এবং চড়, ঘুঁষি মেরে জামাও ছিঁড়ে দেওয়া হয়। এদিকে, বাবুলের চুল ধরে টানছে এক যুবক, এমন ছবিও ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সেই ছবির সাহায্যেই এবার অভিযুক্তকে ফেসবুক থেকে খুঁজে বের করলেন বাবুল সুপ্রিয়।
শুক্রবার আসানসোলের সাংসদ জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেবাঞ্জন ওরফে পিকু নামের ছেলেটি আমাকে নিগ্রহ করেছে। আমরা তাঁকে চিহ্নিত করেছি। আমরা এই ছেলেটিকে খুঁজে বের করব। এরপর দেখতে চাই নিগ্রহের জন্য মমতা সরকার কী পদক্ষেপ গ্রহণ করে?
এ প্রসঙ্গে যাদবপুরের পড়ুয়া তথা এসএফআই নেতা দেবরাজ দেবনাথ ও সোমাশ্রী চৌধুরি বলেন, বাবুল সুপ্রিয়র চিহ্নিত করা দেবাঞ্জন নামের ছেলেটিকে আমরা চিনি না। বাবুল সুপ্রিয় অভিযুক্তের ফেসবুক প্রফাইলের স্ক্রিন শট টুইট করেছেন। কিন্তু, ফেসবুক প্রোফাইলের ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, দেবাঞ্জন সংস্কৃত কলেজের ভাষাতত্ত্ব বিভাগের ছাত্র এবং একইসঙ্গে ইউনাইটেড স্টুডেন্ট ডেমোক্রোটিক ফ্রন্টের সদস্য।
Be the first to comment