যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ ও তার জেরে ক্যাম্পাসে অচলাবস্থার ঘটনায় রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানালো বিশিষ্টজনদের সংগঠন ‘সিটিজেনস্পিক ইন্ডিয়া।’ অপর্ণা সেন, কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেরা সই করেছেন সেই আবেদনে। শুক্রবার ‘সিটিজেনস্পিক ইন্ডিয়া’র তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়। এই বিবৃতিতে অপর্ণা, কৌশিক বা বোলান গঙ্গোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, রূপম ইসলাম, সোহাগ সেন, অনুপম রায়, চিত্রা সরকার, মুদার পাথারিয়া-সহ আরও অনেকের।
জানা গিয়েছে, এই বিবৃতিতে তাঁরা জানিয়েছেন বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তাঁরা রীতিমতো উদ্বিগ্ন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে যেভাবে বিক্ষোভের মুখে পড়েন ও তারপরে ক্যাম্পাসে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, তাতে তাঁরা চিন্তিত। একটা কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর, তা কোনওভাবেই কাম্য নয়। এই ঘটনাগুলি ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা।
এই বিবৃতিতে অপর্ণা সেন, কৌশিক সেনরা আরও দাবি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। রাইফেল থেকে খুলে মাটিতে পড়ে যায় ম্যাগাজিন। যে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটতেই পারত। এই ঘটনায় পড়ুয়াদের আরও সংযত হওয়া উচিত ছিল বলেই মনে করেন তাঁরা।
Be the first to comment