পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মতলার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংঘতি দিবস পালিত হচ্ছে। এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন-
নির্বাচনের আগে যারা কালো টাকা ফেরানোর কথা বলেছিলেন। তাদের ভয়ে এখন শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছে।
উন্নয়নের প্রতিযোগিতায় আসুন চ্যালেঞ্জ করছি। উন্নয়ন করে দেখান। একটা স্কুলে সমস্যা হয়েছে ওটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে এসেছে। স্কুল বন্ধ করতে চাইছে। অন্যায় করলে আমি তাদের শাস্তি দিই। আমাদের কর্মীদেরও ছাড় দিই না।
বিভিন্ন জায়গায় আজ সাংবাদিকদের মারা হচ্ছে। প্রতিবাদ করলে রাস্তায় ফেলে মারা হচ্ছে। কেনো এটা কে অধিকার দিয়েছে। মহারাষ্ট্র রাজস্থানে কৃষক মারা যাচ্ছে।
আমি আবার জানতে চাই কেনো ২৫ ডিসেম্বর কে ছুটি তুলে দেওয়া হবে না। কেনো নেতাজীর জন্মদিন জাতীয় ছুটি হবে না?
যারা চেয়ারকে প্রেম করতে পারে না তাদের চেয়ার থাকবে না। সব রাজ্যকে তার মতো করে জানতে হবে। বাংলাকে বাংলার মতো জানতে হবে। নতুন কিছু নেতা হয়েছে তারা নাকি বাংলাকে নতুন করে তৈরী করবে। ওরা জানে না বাংলা ডিভিডেন্ড অ্যান্ড রুল মানে না।
ওরা কারোর থেকে টাকা নেয়নি। ওদের কেউ টাকা দিতে চাইলে কি করবে? চাঁদা তুলেই তো ইলেকশন করতে হয়। সবাইকে জেলে ঢোকাতে চাইছে। মমতা ব্যানার্জীকে মেরে দিতে চাইছে।
রিপোর্টারঃ রফিক জমাদার
Be the first to comment