কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজে এবার ভবানী ভবনে হানা দিলো সিবিআই। শনিবার দুপুরে সিআইডি দফতরে গেলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এদিন ভবানী ভবনে গিয়ে নোটিস দিয়েছে সিবিআই। উল্লেখ্য, বর্তমানে এডিজি সিআইডি পদে কর্মরত রয়েছেন রাজীব। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কুমারকে খুঁজতে এবার উত্তরপ্রদেশ পাড়ি দিলো সিবিআই। চান্দৌলিতে রাজীবের বাড়িতে তল্লাশি অভিযান চালালো সিবিআই-এর ৪ সদস্যের একটি দল।
প্রসঙ্গত, রাজীব কুমারের খোঁজে গত ক’দিন ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, শুক্রবার পার্ক স্ট্রিটে রাজীবের সরকারি আবাসনে যায় সিবিআই-এর একটি দল। শুক্রবার রাজীবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবারের মতো শুক্রবারও একাধিক জায়গায় হানা দেয় সিবিআই। বিষ্ণুপুরের রিসর্ট, কলকাতার ক্যামাক স্ট্রিটের শান্তিনিকেতন বিল্ডিং ও লেকটাউনের একটি গেস্ট হাউসে তল্লাশি চালায় সিবিআই। এর আগে বৃহস্পতিবার আলিপুরে আইপিএস মেস, রুবি মোডড়ে কাছে একটি পাঁচতারা হোটেলেও হানা দিয়েছিল সিবিআই। একইসঙ্গে সেদিন পার্ক স্ট্রিটে রাজীবের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। তবে লাভের লাভ কিছুই হয়নি।
এদিকে হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পর বারাসত আদালতে ধাক্কা খেয়ে আবারও আগাম জামিনের আবেদন জানিয়েছেন রাজীব কুমার। এবার গন্তব্য আলিপুর আদালত।শনিবার দুপুরেই আলিপুর আদালতে রাজীবের আগাম জামিনের আর্জির মামলার শুনানি। অন্যদিকে, রাজীব কুমারের নাগাল পেতে তাঁর ঘনিষ্ঠদের তলব করেছে সিবিআই। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে কলকাতার প্রাক্তন নগরপালের আপ্ত সহায়ককে ডেকে পাঠিয়েছে সিবিআই।
Be the first to comment