আবারও সিএবি প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার সিএবিতে রয়েছে বড় চমক। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের তিনজন সদস্য জায়গা করে নিয়েছেন চলতি বছরে। সৌরভের সিএবি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও চলে এলেন সিএবির ওয়ার্কিং কমিটিতে। জানা গিয়েছে সৌরভের কাকাও রয়েছেন তালিকায়। সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায় ট্রেজারার হয়েছেন বলে খবর। এছাড়া সিএবির সেক্রেটারি হয়েছেন অভিষেক ডালমিয়া। দেবব্রত দাস হয়েছেন জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ যুগ্ম সচিব। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নরেশ ওঝা।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় সভা করেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব অভিষেক ডালমিয়া ও প্রাক্তন কোষাধ্যক্ষ তথা সিএবির বিরোধী গোষ্ঠীর প্রধান মুখ বিশ্বরূপ দে। নজিরবিহীন এই বৈঠক নিয়ে কেউই মুখ খোলেননি। কিন্তু জানা গিয়েছিল, বিশ্বরূপের তরফ থেকে শাসক গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব রেখে চলার আশ্বাস দেওয়া হয়েছে। যার অর্থ সৌরভের শাসক গোষ্ঠী প্রার্থীদের যে তালিকা দিচ্ছে, তাতে সংগঠিত ভাবে কোনও বিরোধিতা আসবে না বিশ্বরূপের পক্ষ থেকে। শনিবারও ঠিক তাই হল।
শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রেসিডেন্ট পদে সৌরভ, সচিব পদে অভিষেক ডালমিয়া নিশ্চিতই ছিলেন একপ্রকার। কোষাধ্যক্ষ হিসেবে নরেশ ওঝার নাম উঠে আসছিল। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এগিয়ে ছিলেন সমর পাল। তবে শেষমেশ দেবাশিস গঙ্গোপাধ্যায়ই এবারে ট্রেজারার হলেন। আর সিএবির ভাইস প্রেসিডেন্ট হলেন নরেশ ওঝা।
Be the first to comment