রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলো আলিপুর আদালত ৷ এদিন শুনানি শেষ হয়েছিল বিকেলে। কিন্তু রাত আটটা নাগাদ আদালত জানিয়ে দিল, চিটফান্ড মামলায় আগাম জামিন দেওয়া যাবে না কলকাতা ও বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনারকে।
প্রসঙ্গত, শনিবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের শুনানি হয় আলিপুর আদালতে। শুনানির মাঝেই এ দিন বিচারক কুড়ি মিনিটের একটি বিরতি দেন। সিবিআই এবং রাজীবের আইনজীবীদের আদালত বলে, আপনারা বসে ঠিক করে তালিকা জমা দিন যে, কতবার রাজীব কুমারকে ডেকেছিল সিবিআই। কোন কোন তারিখে ডেকে পাঠানো হয়েছিলো এবং কোন কোন দিন তিনি গিয়েছিলেন বা যাননি। এই বিরতির পর শনিবার দুপুর সওয়া দুটোর পর ফের শুনানি শুরু হয়।
সিবিআই সূত্রে খবর, তাঁরা এদিন সওয়ালে বলেন, এই মামলার সামাজিক গুরুত্ব বিপুল। আলিপুর আদালতই কদিন আগে রায় দিয়েছে যে, সিবিআই চাইলে রাজীব কুমারকে গ্রেফতার করতেই পারে। সিবিআইয়ের আইনজীবীরা আরও অভিযোগ করেন, তদন্তে সহযোগিতা করছেন না প্রাক্তন পুলিশ কমিশনার। এই অবস্থায় তাঁর আগাম জামিনের আবেদনের কোনও যৌক্তিকতা নেই।
তবে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন রাজীব কুমারের আইনজীবী। তিনি জানান, নির্দিষ্ট নিয়ম মেনেই ছুটিতে গিয়েছেন রাজীব কুমার। তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়েছিল। তারপরও হেনস্থা করা হচ্ছে। এরপর, বিচারক উভয়পক্ষকেই বলেন, সারদা মামলায় কতবার রাজীব কুমারকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তা তালিকা দিযে জানাতে হবে। দু’পক্ষের সওয়াল শুনে কলকাতা ও বিধাননগরের প্রাক্তন নগরপালের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত। এরপরেই রাত আটটা নাগাদ আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।
Be the first to comment