হাইকোর্ট আগেই রক্ষাকবচ তুলে নিয়েছে। আর তারপরই গ্রেফতারির ইঙ্গিত দিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এখনও কোনও হদিশ নেই রাজীবের। এই নিয়ে বিরোধী নেতারা কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কখনও তাঁর দলকে কটাক্ষ করেছেন। এবার রাজীব কুমারের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, উনি আছেন না পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমার তা নিয়েই সন্দেহ আছে।
উল্লেখ্য, শনিবার বিজেপির সদর দফতরে অমিত শাহের একটি ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেই কনফারেন্স শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে উঠে আসে রাজীব কুমারের প্রসঙ্গ। তাতেই রাজীব কুমারের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন তিনি। অর্জুন সিং বলেন, রাজীব কুমার যেভাবে গায়েব আছে একজন আইপিএস এইভাবে গায়েব হতে পারে না। উনি আছেন না পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমার তা নিয়েই সন্দেহ আছে। পাশাপাশি অর্জুন বলেন, সিবিআই বা কোনও এজেন্সি তো ভগবান নয়। সিস্টেমের মধ্যে থেকেই তাদের কাজ করতে হয়। এখন একজনকে সরকার প্রোটেকশন দিচ্ছে না এলিমিনেট করে দিয়েছে তা সময় বলবে।
অন্যদিকে ঠিক একই আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। তিনি ঘনিষ্ঠমহলে রাজীব কুমারের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সিবিআই-এর সামনে রাজীব কুমার মুখ খুললে এমন কিছু তথ্য সামনে চলে আসতে পারে যাতে অস্বস্তিতে পড়তে পারে রাজ্যের শাসকদল। তার জেরে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে টানাটানি শুরু করতে পারেন গোয়েন্দারা। হয়ত সেই কারণেই রাজীব কুমারের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই সুস্থ ও অক্ষত অবস্থায় রাজীব কুমারকে যাতে গ্রেফতার করে তা নিয়ে ঘনিষ্ঠমহলে নিজের মতামত প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
Be the first to comment