“হাউডি মোদী”-তে বক্তব্য রাখার আগেই প্রবাসী ভারতীয়দের মন জয় করলেন নমো

Spread the love

রবিবার “হাউডি মোদী”-তে বক্তৃতা রাখার আগেই সেদেশে বসবাসরত ভারতীয়দের মন জয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অ্যামেরিকায় পৌঁছে সেদেশের শিখ ও কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মোদী। এদিন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা কারতারপুর করিডরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁকে “টাইগার” হিসাবে আখ্যা দেন। পাশাপাশি ১৯৮৪ সালের শিখ দাঙ্গা, আনন্দ ম্যারেজ অ্যাক্ট, ভিসা, পাসপোর্ট পুনর্নবীকরণ-সহ একাধিক বিষয়কে তাঁর ভাষণে রাখার আবেদন জানিয়ে একটি স্মারক দিয়েছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা ৷ একই সঙ্গে দিল্লি বিমানবন্দরের নাম গুরু নানক দেব-এর নামে রাখারও অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এদিকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে দেখা করে মোদী বলেন, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু বিশ্ব বদলাচ্ছে। আমাদের এগিয়ে যেতে হবে। নতুন ভাবে কাশ্মীরকে গড়ে তুলতে হবে। পরে এই সাক্ষাতের কথা টুইট করেও জানান মোদী। সাক্ষাতের সময় প্রতিনিধিদের একজন মোদীর হাতে চুম্বন করে বলেন, সাত লাখ কাশ্মীরি পণ্ডিতের হয়ে আপনাকে আমি ধন্যবাদজ্ঞাপন করছি।

তবে এদিন সাক্ষাৎ শেষে প্রতিনিধিদের মধ্যে থেকে সুরিন্দর কউল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত (জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার) নিয়েছেন, তার জন্য আমরা আজ তাঁকে ৭ লাখ কাশ্মীরি পণ্ডিতের হয়ে ধন্যবাদ জানালাম। আমরা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি যে ভবিষ্যতে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমরা কাশ্মীরের উন্নতির জন্য কাজ করব।

এছাড়াও প্রধানমন্ত্রী এদিন বহরা সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও বেশ খানিকক্ষণ কথাবার্তা বলেন।

প্রসঙ্গত, হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা “হাউডি মোদী” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ যেখানে বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদী ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় ৫০ হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের ৬০ জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*