সিবিআই-রাজীব কুমার দড়ি টানাটানির মধ্যে সামনে চলে এলো নতুন তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে শহরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী। রাজীব কুমারকে গা ঢাকা দিতে সাহায্য করছেন তাঁরাই।
রাজীব কুমারকে কয়েকদিন ধরেই খুঁজে চলেছে সিবিআই। শনিবার তাঁর আপ্তসহায়ক ও ২ দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পাশাপাশি রাজীব কুমারকে খুঁজতে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এক্ষেত্রে গোয়েন্দাদের মনে প্রশ্ন জাগে, এতদিন ধরে যিনি নিখোঁজ তাঁকে টাকা জোগাচ্ছে কে? পাশাপাশি এই আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থ আসছে কোথা থেকে?
ওইসব বিষয়গুলি নিয়ে নাড়াচাড়া করার সময়ে গোয়েন্দারা জানাতে পারেছেন, শহরের কিছু প্রভাবশালী ব্যবসায়ী সাহায্য করছেন রাজীব কুমারকে। এরাই রাজীব কুমারকে গা ঢাকা দিতে বা পালিয়ে বেড়াতে সাহায্য করছেন। সিবিআই তার প্রযুক্তি ব্যবহার করে ওইসব ব্যবসায়ীদের খোঁজ পেয়েছে বলে জানা যাচ্ছে।
রাজীব কুমারের পালিয়ে বেড়ানোর ক্ষেত্রে এক ট্রাভেল এজেন্টের বড় ভূমিকার কথা জানাতে পেয়েছেন গোয়েন্দারা। জানা যাচ্ছে ওই ট্রাভেল এজেন্ট শুধুমাত্র রাজীব কমারকে টিকিট করে দিয়েছেন এমন নয় বরং তাঁকে লজিস্টিক সাপোর্টও দিয়েছেন। এছাড়াও যেসব ব্যবসায়ীরা রাজীব কুমারকে সাহায্য করছেন বলে জানা যাচ্ছে তাদের সঙ্গে রাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
Be the first to comment