প্রধানমন্ত্রীর সফরেই অ্যামেরিকান সংস্থার সঙ্গে ২৫০ কোটি ডলারের MoU স্বাক্ষর ভারতের

Spread the love

অ্যামেরিকান সংস্থা টেলিউরিয়ানে ২৫০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিলো ভারতের LNG (লিকুয়িফাইড ন্যাচরাল গ্যাস) আমদানিকারী সংস্থা পেট্রোনেট ৷ এর ফলে বছরে ৫ মিলিয়ন টন LNG আমদানি করতে পারবে ভারত ৷

অ্যামেরিকা সফরে গিয়ে দেশে বিনিয়োগ টানতে ১৭টি শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির CEO-দের সঙ্গে শনিবারই বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বৈঠকে ভারতের আর্থিক নীতি ও সংস্কারের প্রশংসা করেন সংস্থাগুলির প্রতিনিধিরা ৷ সেই বৈঠকেই MoU স্বাক্ষর করে টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ লুজিয়ানাতে টেলিউরিয়ানের প্রস্তাবিত ড্রিফটউড প্রোজেক্টে এই বিনিয়োগ করেছে পেট্রোনেট ৷ এরপর টেলিউরিয়ানের CEO ও প্রেসিডেন্ট মেগ জেন্টল বলেন, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ার ফলে ভারতের আর্থিক বৃদ্ধির হারে গতি আসবে ৷ স্বচ্ছ পরিবেশের পাশাপাশি মোদির ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণও হবে ৷

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে MoU স্বাক্ষর করেছিল টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ তার রেশ ধরেই শনিবার বিনিয়োগের সিদ্ধান্ত নেয় পেট্রোনেট ৷ তবে এখনও পর্যন্ত চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয়নি ৷ MoU নিয়ে দুই তরফের মধ্যে আলোচনা চলবে ৷ তারপর আগামী বছর ৩১ মার্চের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হবে ৷ মোদীর সফরের শুরুতে এই ঘোষণার গুরুত্বের উপর জোর দিয়েছেন দুই সংস্থার আধিকারিকরাই ৷ যা অ্যামেরিকান কোম্পানিগুলির কাছে বিশ্বের অন্যতম বড় শক্তি আমদানিকারী হিসেবে ভারতের নম্বর বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের ৷ সরকারি আধিকারিকদের দাবি, বিনিয়োগের ফলে অ্যামেরিকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*