আমরা দেখতে চাই পাকিস্তনের আরও কত ক্ষমতা আছেঃ রাজনাথ সিং

Spread the love

১৯৬৫ ও ১৯৭১ থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের। রবিবার পটনার এক জনসভা থেকে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এসে সেখানকার বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি যেতে নিষেধ করছেন। ওরা ভয় পেয়েছে। ভয় পাওয়া ভালো। কারণ অনুপ্রবেশের চেষ্টা যে করবে সে আর পাকিস্তানে ফিরতে পারবে না। তাদের ১৯৬৫ ও ১৯৭১ সালের ভুলের পুনরাবৃত্তি থেকে সাবধান থাকা উচিত।

আজ কাশ্মীরের সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের উৎস সেখানে লাগু থাকা ৩৭০ ধারা ও অনুচ্ছেদ ৩৫ A । এরজন্য এত বছর ধরে কাশ্মীরে রক্ত ঝড়েছে। আমরা দেখতে চাই পাকিস্তানের আরও কত ক্ষমতা আছে। দেখি পাকিস্তান আর কটা জঙ্গিকে জন্ম দিতে পারে?

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে কাশ্মীরিদের মানবাধিকার থেকে বঞ্চিত করছে ভারত। এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেও হলফনামা জমা দেয় তারা। তবে এই বিষয়ে পাকিস্তানকে আত্মসমীক্ষা করার পরামর্শ দিলেন রাজনাথ সিং। তিনি গিলগিট এজেন্সি ও বালোচিস্তানের উদাহরণ টেনে বলেন, তাদের(পাকিস্তান) পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তা করা উচিত।

ক্রমাগত গিলগিট ও বালোচ প্রদেশের মানুষদের মানবাধিকার লঙ্ঘিত করছে পাকিস্তান। যদি এরকম চলতে থাকে তবে পাকিস্তানের টুকরো হওয়া কেউ রুখতে পারবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*