যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-এর নবীন বরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। ধস্তাধস্তিতে চুল টানা হয় বাবুলের। সেই ঘটনাতে অভিযুক্ত ছিলো তাঁর ছেলে। ইতিমধ্যেই হাতজোড় করে ছেলের এই ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন ক্যান্সার আক্রান্ত রূপালি বল্লভ। উত্তরে বাবুল টুইট করেন, আপনার ছেলের কোনও ক্ষতি হতে দেব না। কিন্তু সোমবার যাদবপুরে দেবাঞ্জন বল্লভ সাংবাদিক বৈঠক করেন।
দেবাঞ্জন বল্লভ বলেন, আমি এরকম কাজ করেছি বলে মনে পড়ছে না। তবে, যদি করে থাকি তাহলে তা আত্মরক্ষার স্বার্থে করেছি। আমি ভীত নই। যা করেছি ঠিক করেছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-এর নবীন বরণ অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে এসএফআই ও অন্যান্য বামপন্থী সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি। বাবুলের সঙ্গে বচসা শুরু হয় পড়ুয়াদের। চুল টানা হয় কেন্দ্রীয় মন্ত্রীর। মারধরও করা হয় বলে অভিযোগ।
Be the first to comment