সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের শ্রমিক সংগঠন INTTUC-এর সভা থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। এদিন নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, আমি মনে করি গণতন্ত্রে প্রতিবাদ প্রয়োজন। যেদিন প্রতিবাদ নিজের মূল্য হারাবে, সেদিন ভারত আর ভারত থাকবে না। বাংলায় এখনও গণতন্ত্র রয়েছে, অনেক জায়গায় তাও নেই। আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কী করেছে! সব জায়গাতেই ওরা গায়ের জোর দেখায়।’
এরপরই সোজা বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আসানসোল-দুর্গাপুরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন। আজ শিল্পাঞ্চলের সাংসদ অথচ শিল্পের জন্য কিছুই করছে না।
Be the first to comment