খোঁজ নেই এডিজি সিআইডি রাজীব কুমারের। তবে আড়ালে থেকেই গত শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার। আদালত সূত্রের খবর, তাতে রাজীব কুমারের নিজের সই ছিল। আর এই সই নিয়েই শুরু হয়েছে বিস্তর জল্পনা। তাহলে কি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার শহর বা শহরতলির কোনও জায়গায় আত্মগোপন করে রয়েছেন? তাহলে সিবিআই কেন তাকে খুঁজে পাচ্ছে না?
আইন অনুযায়ী আদালত থেকে আগাম জামিন পেতে আবেদনকারীকে ওকালতনামায় সই করতে হয়। গত শনিবার প্রাক্তন রাজীব কুমার আলিপুর আদালতে যে আগাম জামিনের আবেদন করেন। সেই ওকালতনামায় সই ছিল স্বয়ং রাজীব কুমারের। যাকে হন্যে হয়ে অনবরত খুঁজে চলেছে সিবিআই। আলিপুর আদালতে ওকালতনামা জমা পড়ার পর সিবিআই মনে করেছিল, ওই আবেদনে হয়ত রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারের সই রয়েছে। কিন্তু পরে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, ওকালতনামায় সই রয়েছে রাজীবেরই।
উল্লেখ্য, গত শনিবার রাজীবের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। দীর্ঘক্ষণ দু’পক্ষের মধ্যে সওয়াল জবাব চলে। শুনানি শেষে আদালত তাঁর নির্দেশে আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।
যদিও আজ সোমবার ফের আগাম জামিনের আবেদন করতে কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছে রাজীব কুমারের আইনজীবীরা।
Be the first to comment