বালাকোটে ৫০০ জঙ্গি অপেক্ষা করছে ভারতে ঢোকার জন্য; জানালেন সেনাপ্রধান

Spread the love

বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে আজও দু:স্বপ্ন দেখে পাকিস্তান ৷ তবে সন্ত্রাস চালাতে পিছু হঠতে রাজী নয় তারা ৷ সোমবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত একথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন। সোমবার রাওয়াত জানিয়ে দেন, পাকিস্তানের বালাকোটে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জইশ ই মহম্মদ জঙ্গিরা ৷ সেখানে সক্রিয় হয়েছে জঙ্গি ক্যাম্প ৷ আর এদের হাত ধরেই ও পাক সেনার মদতে প্রায় ৫০০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান ৷

চেন্নাইতে এক সেনা প্রশিক্ষণ শিবিরে রাওয়াত বলেন সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট এয়ারস্ট্রাইকের পর ভারত নিজের ক্ষমতা বুঝিয়েছিলো ৷ কিন্তু সেখান থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান ৷ মাত্র সাত মাস আগেই বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঈশ জঙ্গিদের ঘাঁটিতে আঘাত করেছিল বায়ুসেনা। তবে ফের পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে সেই ঘাঁটিতে নতুন করে সক্রিয় হয়েছে জঙ্গিরা। বালাকোটে প্রায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কাশ্মীরে হামলা চালানোর জন্য। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে জঙ্গি মদত শুরু করে। বালাকোটের ঘাঁটি সক্রিয় করার নেপথ্যেও সেই মদতই কাজ করছে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই প্রকাশ্যে ভারতে জঙ্গি হামলা চালানোর মদত দিয়ে চলেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন পুলওয়ামার মতো জঙ্গি হামলা হতে পারে ভারতে। এদিন জেনারেল বিপিন রাওয়াত বলেন ভারতের বীর বায়ুসেনার পাইলটরা দেখিয়ে দিয়েছিল পাকিস্তানকে কী করে উচিত শিক্ষা দেওয়া যায় ৷ প্রয়োজনে ফের নিজের সীমান্ত সুরক্ষায় ঝাঁপাবে ভারত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*