ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নিলো রাজ্য মন্ত্রীসভা ৷ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো ৷ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷
উল্লেখ্য, সোমবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠক ছিল। আর সেই বৈঠকেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। আর সেখানেই এই রিপোর্ট পেশ করা হয়। দীর্ঘ আলোচনার পর জানা যায় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে মান্যতা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা দেন। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের এখনকার মূল বেতনের ২.৫৭ গুণ বৃদ্ধি হবে বলে ওই দিন জানানো হয়েছিল।
রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে ১৭ হাজার ৯৯০ টাকা হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের গ্রাচুইটির ঊর্ধ্বসীমা ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছিলো। এছাড়া রাজ্য সরকারি কর্মী ছাড়াও পুরসভা এবং পঞ্চায়েত কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং ৬০টির বেশি স্বয়ংশাসিত ও সরকারি সংস্থার কর্মীরা বেতন কমিশনের সুপারিশের সুফল পাবেন।
সোমবার নবান্নে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আর সেখানেই ষষ্ঠ বেতন কমিশন নিয়ে সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী কোনও রাজ্য সরকারি কর্মীর বেতন যদি আগে ১০০ টাকা ছিল, তাঁর এবার বেতন হবে ২৮০.৯০ টাকা। একইসঙ্গে দ্বিগুণ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। ৬ লাখ থেকে বেড়ে বেড়ে ১২ লাখ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। এছাড়া অন্যখাতেও বাড়ছে ভাতার পরিমাণ। ষষ্ঠ পে কমিশনের সুপারিশের থেকেও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার।
নতুন বেতনক্রম অনুযায়ী এবার বাড়িভাড়া ভাতা বা HRA বেড়ে হল মূল বেতনের ১২ শতাংশ ৷ এর আগে ছিল সর্বোচ্চ সীমা ছিল ৬ হাজার টাকা ৷ যা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করল ১২ হাজার টাকা ৷ দৈনিক খাওয়ার খরচ বেড়ে ন্যূনতম ১০ টাকার বদলে হল ৩০ টাকা ৷
মেডিক্যাল ভাতা ন্যূনতম ৩০০ টাকা থেকে বেড়ে রাজ্য সরকারের বদান্যতায় তা হল ৫০০ টাকা ৷ সর্বোচ্চ ২৫০০ টাকা থেকে বেড়ে হল ৩৫০০ টাকা ৷ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন পে কমিশন মেডিক্যাল ভাতা ন্যূনতম বাড়িয়ে ৪০০ টাকা করার সুপারিশ করেছিল ৷
গ্র্যাচুইটির ক্ষেত্রে এল সুখবর৷ এবার থেকে গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা ৬ লক্ষ থেকে বেড়ে হল ১২ লক্ষ। রাজ্য সরকারের অনুমোদনের পর বাড়ল গ্র্যাচুইটির উর্ধ্বসীমা ৷ পে কমিশনের সুপারিশ ছিল গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা করা হোক ১০ লক্ষ টাকা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আরও বাড়িয়ে ১২ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেন ৷
নতুন বছরের নয়া নিয়ম অনুসারে বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা ৷ কিন্তু তারা কোনও এরিয়ার পাবেন না বলে জানিয়েছে রাজ্য সরকার ৷ কারণ রাজ্যে কোষাগারের পক্ষে এই বিপুল আর্থিক বোঝা পুষিয়ে নেওয়া সম্ভব নয় ৷ ২০১৫ সালে তৈরি হওয়া ষষ্ঠ পে কমিশনের সুপারিশে ও রিপোর্ট চার বছর পর বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷
Be the first to comment