অজানা আফসান

Spread the love

চোখে ক্ষোভ, মুখে হিজাব, পাথর ছুঁড়ছে একটা মেয়ে। কাশ্মীরের ছাত্রী আফসানের ছবি প্রকাশ্যে আসার পর জানা যায় সে ফুটবলও খেলে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সিদ্ধান্ত নেন, শুধু আফসানকে প্রোমোট করা নয়, কাশ্মীরে মেয়েদের ফুটবলকেও এগিয়ে নিয়ে যাবেন তিনি। আজ আফসান ফুটবল টিমের ক্যাপ্টেন আর গোলকিপার। জাতীয় স্তরে ‘ইন্ডিয়ান উইমেন লিগ’-এও প্রতিনিধিত্ব করছে তাঁর দল। মুম্বই ক্লাবের হয়েও খেলেছে আফসান। তার জীবন নিয়ে বলিউডের ছবি হওয়ারও কথা।

মঙ্গলবার ফুটবল টিমের ২২ জন, কোচ সতপাল সিং কালা ও ম্যানেজার সেরিং আংমোকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন আফসান। কাশ্মীরে একটি Sports Authority of India (SAI) Institute খোলার দাবি জানিয়েছে আফসান। মুফতি তাঁদের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া দফতরকে।

আফসান জানান, এখন আমাকে নিজের ইমেজ বজায় রাখতে হবে। ফুটবলে মন দেওয়াটাই আমার উদ্দেশ্য। আমার দেশের মাথা উঁচু করতে চাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*