ফের কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশি। পার্কস্ট্রিটের বাড়িতে পৌঁছল সিবিআই আধিকারিকদের একটি দল। সোমবার দুপুরে ৮ সদস্যের একটি সিবিআই টিম রাজীব কুমারের বাড়িতে পৌঁছয়। জানা গিয়েছে, সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। এমনকি ফের একবার রাজীব কুমারের স্ত্রীকেও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর।
অন্যদিকে, সারদার পাশাপাশি রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে ফের নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল বর্তমান এডিজি সিআইডি-র। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন রাজীব। সিবিআইকে চিঠি লিখে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন কলকাতার প্রাক্তন সিপি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।
ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর দিয়ে উঠে গিয়েছে রক্ষাকবচ। যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে তাঁকে। কিন্তু ১১ দিন কেটে গেলেও রাজীব কুমারের খোঁজ পাচ্ছেন না তদন্তকারীরা। কখনও ডায়মন্ডহারবার কখনও শহরের বিভিন্ন হোটেলে হানা দেয় তদন্তকারীরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও সূত্র পর্যন্ত রাজীবের পাওয়া যায়নি। এই অবস্থায় ফের একবার রাজীবের খোঁজ পেতে তাঁর পার্কস্ট্রিটের বাড়িতে গেলো সিবিআই।
অন্যদিকে, আগাম জামিন পেতে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব কুমার। কলকাতা হাইকোর্টে তাঁর স্ত্রীয়ের মাধ্যমে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।
Be the first to comment