মোদি-ট্রাম্প বৈঠকের জন্য অপেক্ষা করুন। বিদেশমন্ত্রক থেকে সংবাদমাধ্যমকে এই বার্তাই দেওয়া হলো। সোমবার ফের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে তৃতীয়বার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প। রবিবার হাউডি মোদী অনুষ্ঠানে মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার পরদিনই ট্রাম্পের এই মন্তব্যে অস্বস্তিতে পড়লো ভারত। মঙ্গলবার ট্রাম্প ও মোদীর বৈঠক। মধ্যস্থতা ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের প্রভাব বৈঠকে পড়বে কি না, তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে।
তবে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে মোদী-ট্রাম্প বৈঠক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ৷ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, আপনারা আমাদের অবস্থান কাশ্মীর ইস্যুতে জানেন। আমরা অতীতেও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। তবে আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য্য ধরুন। মঙ্গলবারের বৈঠক শেষ হতে দিন। বিদেশমন্ত্রকের সচিব গীতেশ শর্মাও সাংবাদিকদের একই কথা বলেন।
প্রসঙ্গত, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান যদি মধ্যস্থতা চায়, তবে আমি প্রস্তুত। তিনি আরও বলেন, আমি যদি সহায়তা করতে পারি তবে অবশ্যই তা করব। যদি ভারত ও পাকিস্তান উভয়ই চায় তবে আমি তা করতে প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও আমার সম্পর্ক ভালো। আমি খুব ভালো মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী হিসাবে আমি কখনও ব্যর্থ হইনি।
এর আগেও কাশ্মীর ইশুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প ৷ তবে পরবর্তীতে নিজের বক্তব্য থেকে সরে গিয়ে বলেছিলেন কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে সরব হয়েছে পাকিস্তান। তবে চিন ছাড়া কোনও দেশকেই পাশে পায়নি। কিন্তু ট্রাম্প ফের বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে চাওয়ার কিছুটা স্বস্তিতে ইসলামাবাদ।
Be the first to comment