প্রযুক্তি ক্রমশ বিপজ্জ্বনক আকার নিচ্ছে বলে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলো দেশের সর্বোচ্চ আদালত। সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার দিন দিন মাত্রাছাড়া রূপ ধারণ করছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আটকাতে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত ও এবং অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে তিন সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে গাইডলাইন নিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকে। অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনলাইনে ভাইরাল হিসেবে প্রচারিত কোনও বার্তা বা বক্তব্যের অরিজিনেটর কে, তাই ঠিক করে জানাতে পারে না। এই বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এই প্রযুক্তিগত ইস্যুতে সঠিক সিদ্ধান্তে আসার ক্ষমতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নেই বলে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ। সরকারকেই এই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
Be the first to comment