বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ভারত। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে রাজধানী দিল্লি সহ আশেপাশের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়ে বলে জানা গিয়েছে। দিল্লি ও আশেপাশের অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্পের কথা জানিয়েছেন। কয়েক সেকেন্ড এই কম্পন স্থায়ী ছিল বলে খবর।
তবে শুধু দিল্লি নয়, কাশ্মীর, উত্তরাখণ্ড, চণ্ডীগড় সহ একাধিক এলাকায় ভূমিকম্প হয়েছে। সূত্রের খবর পাকিস্তানের বিভিন্ন অংশেও ভূমিকম্প হয়েছে। তবে ক্ষয়ক্ষতির এখনও পর্যন্ত কোনও খবর নেই। জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৩। মঙ্গলবার বিকেলে ওই কম্পন অনুভূত হওয়ার পর বহু মানুষ রাস্তায় নেমে পড়েন। আতঙ্কে ছড়িয়ে পড়ে সবার মধ্যে।
Be the first to comment