বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলার দর্শন, সংস্কৃতি, সাহিত্য, সভ্যতাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, কয়েকমাস আগে একদল  উন্মত্ত, ধর্মান্ধ লোক বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল। আমরা সেটা পুনর্নির্মাণ করি। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলার দর্শন, সংস্কৃতি,সাহিত্য, সভ্যতাকে মুছে ফেলা যায় না। 

তিনি আরও বলেন, আমাদের বিদ্যাগুরু, আমাদের সভ্যতার গুরু, আমাদের সংস্কৃতির মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে এসে আমি ধন্য। আমার মনে হল আমরা বাংলার সর্বপ্রথম আঁতুড়ঘরে এসে পৌঁছতে পেরেছি। আমরা ধন্য হয়েছি। 

মমতা বলেন, এবার আমার দ্বিশত বছর যাপন করছি বিদ্যাসাগর মহাশয়ের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে আজ ২০০ বছর পর এসেও মনে হচ্ছে সবটাই যেন চোখের সামনে একটা জীবনের আলোর হাতছানি দিয়ে ডাকছে। তিনি যেন বলছেন আমাকে স্মরণ করো, বিদ্যাকে ভালবেসো, শিক্ষাকে ভালবেসো, সংস্কৃতিকে ভালবেসো, সভ্যতাকে ভালবেসো, জাগরণকে ভালবেসো, মেয়েদের ভালবেসো, বারবার করে বাংলার ঘরে ফিরে এসো। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*