জেলা সফরের সিদ্ধান্ত থেকে সরছেন না ক্ষুব্ধ রাজ্যপাল

Spread the love

রাজ্য সরকারের সঙ্গে চূড়ান্ত সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার সৌজন্য দেখিয়ে শিলিগুড়িতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন না জেলাশাসক, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার। অনুপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিবও। এদিন রাজ্যপালের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি পর্যটন মন্ত্রী গৌতম দেব। বিষয়টি নিয়ে যে তিনি ক্ষুব্ধ তা কথায় বুঝিয়েও দিলেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, জেলায় জেলায় আমি যাবই।

প্রসঙ্গত, রাজ্যের আপত্তি আছে জেনেও মঙ্গলবার শিলিগুড়িতে স্টেট গেস্টহাউজে জেলার বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকে ডাকা হয় মেয়র অশোক ভট্টাচার্যকেও। উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাপতিও। তবে প্রকাশ্যে না বললেও শাসক দল আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় রাজ্যপাল রাজ্যকে পরামর্শ দিতে পারেন কিন্তু নিজে সরকার চালাতে পারেন না। এদিন রাজ্যপাল বলেন, আমি কপিবুক রাজ্যপাল। সংবিধান মেনেই শিলিগুড়িতে এই বৈঠক করছি। অন্য জেলাতেও যাবো। জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার বা রাজ্যের স্বরাষ্ট্রসচিব না আসতে পারেন। জেলায় জেলায় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক আগামীতেও করবো। কারণ এসব সংবিধান রক্ষার উদ্দেশ্যেই।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, আমি প্রো অ্যাকটিভ নই। আমি অ্যাকটিভ। সবই করছি সংবিধান মেনে। তাতে কারও আপত্তি আছে কারও আপত্তি নেই তা শুনে কাজ নেই। আমি সংবিধানের রক্ষক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*