পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা। ভূমিকম্পের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সরকারি ভাবে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ৩০০। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের জেরে একাধিক বাড়ি ও দোকানপাট ভেঙেছে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানাচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর শহরে মৃতদের তালিকায় চার শিশুও রয়েছে।
এদিকে মিরপুরের ডেপুটি কমিশনার রাজা কায়সার জানান, যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চলছে। হাসপাতালগুলিতে বাড়ছে আহতদের ভিড়। পরিস্থিতি এতটাই খারাপ যে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।
অন্যদিকে মিরপুরের প্রধান সড়কও ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা বরাবর চওড়া ফাটল ধরেছে। বাস-সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Be the first to comment