যাদবপুরকাণ্ডে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার ৩, রাজ্যপালের দ্বারস্থ হবে এবিভিপি

Spread the love

যাদবপুরকাণ্ডে গ্রেফতার করা হল তিন এবিভিপি কর্মীকে। আটজনকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুরাজ সিং, সুব্রত হালদার এবং সানি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার এবিভিপি-র মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যোধপুর পার্ক। এই মিছিলকে সেদিন মাঝপথেই রুখে দেয় পুলিশ। এরপরই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবিভিপি সমর্থকরা। এই ঘটনার পর মধ্যরাতে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) তিন সদস্যকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ।

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া ও ইটের ঘায়ে এক মহিলা পুলিশকর্মী জখম করার অভিযোগে আটজনের নাম নথিভুক্ত করেছে পুলিশ। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে ক’দিন আগেই অভিযোগ করেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সেদিকে কর্ণপাত না করে পুলিশ এবিভিপির তিন কর্মীকে গ্রেফতার করায় তীব্র নিন্দা করেছেন তিনি। অগ্নিমিত্রা বলেন, “এই তৃণমূল সরকারের আমলে তো এটাই হয়ে এসেছে। যারা মহিলার ওপর আক্রমণ করে, যারা মন্ত্রীকে মারধর করে, চুলের মুঠি ধরে টানা হ্যাঁচরা করে সেই সব ছেলেদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে ধরা হয় না। কারণ, এটা ‘প্রি- প্ল্যানড অ্যাটাক’ ছিল। যারা এর তীব্র প্রতিবাদ করে মিছিল করল, তাঁদেরই ধরা হল। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এমনটাই হয়ে এসেছে চিরকাল। তবে বেশিদিন এই ঘটনা চলবে আর না। খুব শিগগিরি এটা বন্ধ করব আমরা। পুলিশ এই ঘটনায় নিস্ক্রিয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃীতি নয় দুষ্কৃতি ছাত্র এঁরা”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*