বৃষ্টি বাড়ছে ক্রমাগত। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুনেতে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। উল্লেখ্য, বুধবার রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় পুনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে। বেশিরভাগ এলাকাই জলমগ্ন হয়ে পড়ে। বিবাওয়েওয়াড়ি এলাকায় মাত্র ৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটার। এদিকে, দাত্তাওয়াড়ি এলাকার বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে স্কুল, কলেজও বন্ধ রাখা হয়েছে। এদিকে, বুধবার পুনের শকরনগরে দেওয়াল ধসে মৃত্যু হয় পাঁচজনের। তাদের দেহ উদ্ধার করে দমকল বাহিনী। বুধবার সকালে আবহাওয়া অফিস মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। দুপুরের পর থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি। শকরনগর ছাড়া পুনের অন্যান্য এলাকায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
Be the first to comment