নারদকাণ্ডে গ্রেফতার আইপিএস অফিসার মির্জাকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত (ব্যাঙ্কশাল)। ফলে আগামী সোমবার পর্যন্ত সিবিআইয়ের হাতেই থাকছেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার।
বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর নারদকাণ্ডে আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতার করে সিবিআই। এটিই নারদ তদন্তে এখনও পর্যন্ত হওয়া প্রথম গ্রেফতারি। নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনের ফুটেজে মির্জাকে টাকা নিতে দেখা গিয়েছিল। এ তদন্তে অতীতে মির্জাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। আজও মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ক’দিন আগেই নারদকাণ্ডে অভিযুক্তদের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করে সিবিআই। ম্যাথু স্যামুয়েলের করা স্টিং ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক মন্ত্রী ও সাংসদদেরও। মির্জাকে অনেক দিন ধরেই নজরে রাখা হচ্ছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবারই মির্জাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানায় সিবিআই।
Be the first to comment