শুক্রবার রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোর মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে ৷
২৯ ও ৩০ সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ ২৯ তারিখ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ৩০ তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, গত দু’দিনে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে। এখনও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তবে এখন কিছুটা কম সক্রিয়। ২৮ ও ২৯ তারিখ মৌসুমী বায়ু বেশি সক্রিয় হবে। ফলে মহালয়ার দিন ও পরদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
Be the first to comment