সফট ল্যাণ্ডিংয়ের কথা ছিল৷ তা হয়নি৷ নামার কিছু মুহূর্ত আগে চাঁদের মাটিতে জোরালোভাবে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে চন্দ্রায়ন ২য়ের ল্যাণ্ডার বিক্রম৷ ৭ই সেপ্টেম্বর সফট ল্যাণ্ডিং হলে, সফল হত ভারতের লুনার মিশন চন্দ্রায়ন ২৷ তবে দুর্ভাগ্যবশত তা হয়নি৷ এমনই তথ্য দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷
শুক্রবার চাঁদের সেই অন্ধকারময় প্রান্তরের দুটি ছবি পাঠায় নাসা৷ হাই রেজোলিউশন ছবিদুটি তুলেছে নাসার লুনার রিকনাসান্স অরবিটার ক্যামেরা বা এলআরওসি৷ এলআরওসি এর আগে ছবি পাঠিয়েছে চাঁদের দক্ষিণ মেরুর৷ যেখানে আপাতত লুনার নাইটস চলছে৷
তবে নাসার পাঠানো সাম্প্রতিক ছবিদুটি বলছে একেবারে শেষমুহূর্তে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে চাঁদের বুকে সজোরে আছড়ে পড়েছিল ল্যাণ্ডার বিক্রম৷ তবে ঠিক কোথায় আছড়ে পড়ে বিক্রম, সেই জায়গার সঠিক ছবি এখনও তোলা সম্ভব হয়নি৷
যে জায়গাটির ছবি নাসা পাঠিয়েছে, তার ১৫০ কিমির মধ্যেই কোথাও রয়েছে বিক্রম, বলে মনে করছে নাসা৷ তাই এখনই বিক্রমের ছবি তোলার চেষ্টা ছাড়ছে না এলআরওসি৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানাচ্ছে, চাঁদের দক্ষিণ মেরুর কোনও প্রান্তে এখনও পড়ে রয়েছে বিক্রম৷
অন্ধকারে ঢেকে থাকে চাঁদের দক্ষিণ মেরু, যা লুনার নাইটস নামেই পরিচিত৷ তখন সেখানে তাপমাত্রা থাকে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস৷ বিক্রমের সোলার প্যানেলও কাজ করবে না এই তাপমাত্রায়৷ ফলে কার্যক্ষমতা হারাবে বিক্রম৷ ফের ১৪ই অক্টোবর চাঁদের ওই পৃষ্ঠের ওপর দিয়ে উড়বে নাসার লুনার রিকনাসান্স অরবিটার৷ তখন শেষ হবে লুনার নাইটসও৷ শেষ চেষ্টা তখনই করা হবে, যাতে বিক্রম ল্যাণ্ডারের সঙ্গে যোগাযোগ করা যায়৷
Be the first to comment