আজ থেকেই শুরু মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন

Spread the love

আজই শুরু শহরে পুজো উদ্বোধন । হাতিবাগান সর্বজনীন, চাতলাবাগান ও হিন্দুস্থান পার্কের পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে এ বছর যাত্রা শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর আগামী কাল নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, বাবুবাগান, যোধপুর পার্ক, ৯৫ পল্লির পুজো উদ্বোধন করবেন তিনি । নাকতলা উদয়ন সংঘ দিয়ে শুরু করে চেতলা অগ্রণীতে ধরবেন রং-তুলি । আঁকবেন মায়ের চোখ । এ ছাড়াও পঞ্চমী পর্যন্ত শহরের অন্যান্য পুজোরও উদ্বোধন করবেন তিনি । মহালয়ার দিনই উদ্বোধন শহরের পাঁচটি পুজোর । নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, বাবুবাগান, যোধপুর পার্ক, ৯৫ পল্লি -র পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নাকতলা উদয়ন সংঘ দিয়ে শুরু করে চেতলা অগ্রণীতে ধরবেন রং-তুলি । আঁকবেন মায়ের চোখ । এছাড়াও পরে পঞ্চমী পর্যন্ত শহরের অন্যান্য পুজোরও উদ্বোধন করবেন তিনি ।

পুজো উদ্বোধনের জন্য নবান্ন এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাহাড় প্রমাণ আবেদন জমা পড়েছিল । জানা গেছে, এই আবেদনগুলি থেকে উদ্বোধনের জন্য নিজেই পুজো মণ্ডপগুলোকে বেছে নিয়েছেন । যদিও প্রতিবার উদ্বোধনের জন্য তাঁর তালিকাভুক্ত থাকে কলকাতার নামী পুজোগুলো । এবারও এর অন্যথা হচ্ছে না । আগামী কাল প্রথমে বিকেলে নজরুল মঞ্চে দলীয় মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । একই মঞ্চ থেকে নিজের কথা ও সুরে তৈরি পুজোর গানের অ্যালবাম ‘মাটি’-র উদ্বোধনও করবেন।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এ বার পুজো উদ্বোধন করতে দেখা যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ৷ ১ তারিখ রাজ্যে আসছেন শাহ । পুজো উদ্বোধনের জন্য নবান্ন এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাহাড় প্রমান আবেদন জমা পড়েছিল। জানা গেছে, এই আবেদন গুলি থেকে উদ্বোধনের জন্য নিজেই পুজো মণ্ডপ গুলোকে বেছে নিয়েছেন তিনি। যদিও প্রতিবার উদ্বোধনের জন্য তার তালিকাভুক্ত থাকে কলকাতার নামী পুজো গুলো। এবারও এর অন্যথা হচ্ছে না। শনিবার মহালয়ার দিন প্রথমে বিকেলে নজরুল মঞ্চে দলীয় মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একই মঞ্চ থেকে নিজের কথা ও সুরে তৈরি পুজোর গানের অ্যালবামের উদ্বোধন করবেন তিনি। এর পর একে একে পুজোর সূচনা করবেন রাজ্যের এই প্রশাসনিক প্রধান। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে খ্যাত নাকতলা উদয়ন সংঘের মন্ডপ দিয়ে শনিবার পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। একইদিনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীর মন্ডপ দর্শন করবেন। রং – তুলি দিয়ে আঁকবেন মায়ের চক্ষু। রাজ্যের আরও এক মন্ত্রী জাভেদ খানের পুজো বলে পরিচিত ‘বাবু বাগানে সর্বজনীনে’র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই যোধপুর পার্ক ও ৯৫ পল্লীর পুজোরও শুভ সূচনা করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*