শেষ হলো রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ সোমবার এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রায়দানের সম্ভাবনা।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২১ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে বারাসত আদালত। জানানো হয়, এই মামলা জানানোর উপযুক্ত ফোরাম এটা নয়। মামলাটির আবেদন জানাতে হবে আলিপুর আদালতেই। এরপর ২৩ সেপ্টেম্বর রাজীব কুমার হাইকোর্টে মামলাটির আবেদন জানান। অনেকবার সেই মামলার শুনানি পিছানোর পর শুক্রবার মামলার শুনানির দিন ঘোষণা হয়। কিন্তু ওই দিন শেষ হয়নি শুনানি। ঠিক হয় আজ সকাল ১০ টায় ফের হবে শুনানি।
সেইমতো আজ সকালে সিবিআই ও রাজীব কুমারের আইনজীবীর বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায় আজকের মতো রায়দান স্থগিত।
Be the first to comment