গুজরাতের জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ বাস উলটে প্রাণ হারালেন ২১ জন ৷ গুরুতর জখম ৫০ জন ৷ সোমবার গুজরাতের উত্তরে বনসকণ্ঠে একটি বাস উলটে যায় ৷ উদ্ধারকারী জানিয়েছেন, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাহাড়ি রাস্তায় ৷ বাসে ৭০ জন আরোহী ছিলেন ৷ ত্রিশূলিয়া ঘাটের কাছে বাসটি উল্টে যায় ৷
আহমেদাবাদ থেকে ১৬০ কিমি দূরে অম্বাজি-দান্ডা জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনসকণ্ঠের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন টুইট বার্তায় ৷ স্থানীয় প্রশাসন সবরকম সাহায্য করছে বলেও টুইট করেন প্রধানমন্ত্রী ৷
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থানীয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ৷ অমিত শাহ টুইট করে বলেন, দুর্ঘটনার খবরে তিনি অত্যন্ত মর্মাহত ৷ মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহ ৷ আহতদের দ্রুত আরোগ্যলাভের কথাও উল্লেখ করেছেন শাহ ৷
Be the first to comment