পুজোর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে এবার গুগলের সাহায্য নিচ্ছে লালবাজার

Spread the love

পুজোর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে এবার গুগলের সাহায্য নিচ্ছে লালবাজার। ইতিমধ্যেই গুগলের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশের। গুগলের মাধ্যমে জানা যাবে কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তায় যানজট রয়েছে, কোন রাস্তা খালি রয়েছে ইত্যাদি।কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গেছে। কী ভাবে পুজোর সময় যান নিয়ন্ত্রণ করা হবে শহরে সে বিষয়ে লালবাজারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্র্যাফিক বিভাগ এবং থানাগুলিকে। সেই অনুযায়ী ডিউটিও দেওয়া হয়ে গেছে পুলিশকর্মীদের।

লালবাজার সূত্রে খবর, চতুর্থী থেকেই রাস্তায় নামবে কলকাতা পুলিশ। কারণ গতবছর চতুর্থীতে ব্যাপক ভিড় হয়েছিল শহরের মণ্ডপগুলিতে। ফলে এবার চতুর্থী থেকেই জনতার ঢল এবং যান শাসন করতে পথে নামবে পুলিশ। পাশাপাশি এবার শিশুদের জন্য একটি বিশেষ ব্যাজ তৈরি করেছে পুলিশ। পুজোর দিনগুলিতে জনতার ভিড়ে শিশুদের দলছুট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাদের খুঁজতে রীতিমতো বেগ পেতে হয় আত্মীয় এবং পুলিশকে। এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এক লাখ ব্যাজ। যেখানে ওই শিশুর পরিচয়, যোগাযোগের জন্য ফোন নম্বর, ঠিকানা সবই উল্লেখ করা থাকবে। ফলে পুলিশ দ্রুত হারিয়ে যাওয়া শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

পুজোয় প্রতিবারই গাইড ম্যাপ তৈরি করে পুলিশ। এ বছরও তৈরি হয়েছে সেই ম্যাপ। পাশাপাশি এবারেই প্রথম গুগলের সাহায্য নিচ্ছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*