অমিত শাহ কেন, বহু বিদেশিই পা রাখছেন কলকাতায়। স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফর নিয়ে সোমবার এমনই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, মঙ্গলবার সল্টলেকের বি জে ব্লকে দূর্গা পুজো উদ্বোধন করতে আসবেন অমিত শাহ। সল্টলেকের বি জে ব্লকে ২৫ মিনিট থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। সল্টলেকে পুজো উদ্বোধন করা ছাড়াও তিনি নেতাজি ইনডোরে এনআরসি নিয়ে বক্তব্য রাখবেন। সেখানেই একটি অন্তর্দলীয় সভা করবেন অমিত শাহ।
কিন্তু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং বিধায়ক সুজিত বসু ওই পুজোয় যাবেন না বলে জানা যাচ্ছে। তবে পার্থবাবুর মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী। কলকাতায়, পুজোর সময় বিদেশি নাগরিকদের ভিড় জমে। বাঙালির সেরা উৎসবে ভিনদেশিরাও সামিল হন। পার্থবাবু কি অমিত শাহকে সেই বিদেশিদের সঙ্গেই তুলনা করলেন? উঠছে প্রশ্ন।
শোনা যাচ্ছে, সব্যসাচী দত্ত অমিত শাহ’র হাত ধরে বিজেপিতে যোগ দেবেন মঙ্গলবার। এই ব্যাপারে পার্থবাবুর বক্তব্য, পশ্চিমবঙ্গে দুটি ফুল শক্তিশালী নাকি একটা ফুল, সেটা বুঝতে পারবে।
এদিকে, সল্টলেকের বি জে ব্লকে সাজ সাজ রব। বিজে ব্লকের পুজো কমিটির সভাপতি উমাশঙ্কর ঘোষ দস্তিদার রাজ্য বিজেপি নেতা। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মিনিট থাকবেন। একটি মঞ্চে পুজো কমিটি তাঁকে অভ্যর্থনা জানাবেন। একটি স্মারক এবং উত্তরীয় দেওয়া হবে। তারপর তিনি মন্ডপে দিয়ে ফিতে কেটে ঢুকবেন। তারপর, প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করবেন।
Be the first to comment